মেছতা দূর করার উপায় সম্পর্কে জানুন
প্রিয় পাঠক, আপনারা মেছতা দূর করার উপায় সম্পর্কে জানার জন্য বেশ চিন্তিত। মুখের সৌন্দর্য বিনষ্টকারী কালো দাগ হচ্ছে এই মেছতা। চিন্তার কোন কারণ নেই, আমি এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে মেছতা দূর করার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করব ।
প্রিয় আর্টিকেল পাঠক, আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমি মেছতা দূর করার উপায় সম্পর্কে বেশ কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি। বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন।
মেছতা কি ?
পরিষ্কার, দাগবিহীন, উজ্জ্বল,চকচকে ত্বক সকলেই চায়। অনেক সময় আমাদেরকে এই দাগের কারণে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। মেছতা বা মেলাজমা মানব ত্বকের এক ধরনের রোগ। সাধারণত শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরণ হরমোনের পরিমাণ বেশি হলে গালে মেছতা দেখা দেয়। আবার দীর্ঘ সময় রোদে থাকার কারণে আল্ট্রাভায়োলেট রশ্মির কারণেও মুখে মেছতা হয়। এছাড়াও থাইরয়েড রোগ, রক্তচাপের ঔষধ এবং জন্ম নিয়ন্ত্রণ পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও মেছতা হতে পারে বলে অনুমান করা হয়।
মেছতা কেন হয় ?
মেছতা বা মেলাজমা মুখের মূল সৌন্দর্য বিনষ্ট করে দেয়। সাধারণত জন্ম নিয়ন্ত্রণ পিল, বাচ্চা প্রসবের পর এবং সূর্যের আলোর প্রভাবে মুখের কিছু অংশ কালো হয়ে যায়। মেছতা সাধারণত জেনেটিক্যালি হয় না। তবে সন্তান মায়ের ত্বকের জিনগত কিছু বৈশিষ্ট্য স্বাভাবিক ভাবেই বহন করে। সে কারণে পূর্ব পুরুষের কারো মেছতা থাকলে পরবর্তী প্রজন্মের মেছতা হতে পারে।
মেছতা দূর করার কিছু ঘরোয়া উপায়।
মেছতা দূর করার মাধ্যমে সবাই উজ্জ্বল, পরিষ্কার ও দাগমুক্ত ত্বক কামনা করে। মেছতা দূর করার উপায় নিয়ে কিছু ঘরোয়া টিপস নিচে দেওয়া হলঃ
টক দইঃ
এক টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে এবং মেছতার জায়গায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে মেছতা আজীবনের জন্য চলে যাবে। এটি মেছতা দূর করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী উপায়।
লেবুর রসঃ
লেবুর রস মেছতা দূর করতে সাহায্য করে। লেবুর রসের সাথে সামান্য পরিমাণ মধু মিশিয়ে মেছতার জায়গায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।
মধুঃ
মেছতা দূর করার উপায় হিসাবে মধুর কোন বিকল্প নেই। পানির সাথে সামান্য পরিমাণ মধু মিশ্রিত করে মেছতার জায়গায় লাগান এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত লাগালে দেখবেন মেছতা এমনিতেই চলে যাবে।
অ্যালোভেরাঃ
অ্যালোভেরা মেছতার জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট মাসাজ করুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন কয়েক দিনের মধ্যে মেছতা হারিয়ে যাবে।
কলার খোসাঃ
কলার খোসার ভিতরের দিকটা মেছতার জায়গায় ৪ থেকে ৫ মিনিট ভালো করে ঘুষুণ। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।
আমন্ড অয়েলঃ
সামান্য পরিমাণ আমন্ড ওয়েল গরম করে দুই থেকে তিন ফোঁটা ওয়েল আঙ্গুলে লাগিয়ে মেছতার জায়গায় মাসাজ করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।
রোদ থেকে দূরে থাকুনঃ
যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকুন। সূর্যের আলো মেলানিনের উৎপাদন বাড়িয়ে দিয়ে মেছতাকে গাঢ়ো করতে সাহায্য করে।
সানস্ক্রিন ব্যবহার করুনঃ
রোদ বৃষ্টি যাই হোক না কেন বাড়ির বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন। মেছতা দূর করার উপায়গুলোর মধ্যে সানস্ক্রিন ব্যবহার আপনার সবচেয়ে বেশী কাজে দিবে।
মেছতা দূর করার ঔষধ।
মেছতার চিকিৎসায় বাজারে বেশ কিছু ওষুধ প্রচলিত আছে। যে ঔষধগুলো মেছতা নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলঃ
হাইড্রোকুইনোনঃ
এটি ত্বকে মেলানিন উৎপাদনে বাধা দিয়ে ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে।
রেটিনয়েডসঃ
এটি ভিটামিন এ থেকে প্রাপ্ত। রেটিনয়েডস ত্বকের গঠন ও টোন উন্নত করতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে।
ভিটামিন সিঃ
ভিটামিন সি সিরাম ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
অ্যাজেলাইক অ্যাসিডঃ
অ্যাজেলাইক অ্যাসিড মেলানিন উৎপাদনে বাধা প্রদান করে মেলাজমা চিকিৎসায় বেশ কার্যকর ভূমিকা পালন করে।
কোজিক অ্যাসিডঃ
কোজিক অ্যাসিড মেলানিন উৎপাদনে বাধা প্রদান করে এবং ধীরে ধীরে হাইপারপিগমেন্ট যুক্ত এলাকাকে হালকা করতে সাহায্য করে।
মেছতা দূর করার ক্রিম ?
বর্তমান সময়ে বাংলাদেশে মেছতা দূর করার সবচেয়ে উল্লেখযোগ্য ক্রিম হচ্ছে স্কিন ক্লিনিক ব্রান্ডের মেলানিক ক্রিম। স্পেন থেকে আমদানিকৃত ক্রিমটি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও বাজারে মেছতা নিরাময়ে আরও অনেক ধরনের ক্রিম রয়েছে। তবে এগুলো ব্যবহার করা কতটা নিরাপদ তা জেনে শুনে ব্যবহার করতে হবে।
মেছতা দূর করার হোমিওপ্যাথিক ঔষধ ?
হোমিওপ্যাথিক চিকিৎসায় মেছতার কার্যকর চিকিৎসা রয়েছে। মেছতা বা ত্বকের দাগ দূর করতে হোমিওপ্যাথিতে যে ওষুধটি বহুল ব্যবহার করা হয় সেটি হচ্ছে বার্বারিস একোপুলিয়াম। এছাড়াও লক্ষণ ভেদে থুজা, সিফিলিনাম, আর্সেনিক ইত্যাদি ওষুধ ব্যবহার করা হয়। তবে এগুলো নিজে নিজে ব্যবহার না করে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
অ্যালোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় জেনে রাখুন।
মেছতা দূর করার উপায়গুলোর মধ্যে অ্যালোভেরার ব্যবহার অন্যতম। তরতাজা অ্যালোভেরা পাতা কেটে ভিতরের জেলটুকু বের করে নিন। এবার এটি মুখে লাগিয়ে ৫ মিনিট মাসাজ করুন। তারপর ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন দুই থেকে তিনবার একটানা দুই থেকে তিন মাস ব্যবহার করলে মেছতা আপনার মুখ থেকে চিরতরে চলে যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url