কিভাবে ইউটিউব হিস্ট্রি ডিলিট করা যায়

প্রিয় পাঠক,আপনারা কিভাবে ইউটিউব হিস্ট্রি ডিলিট  করা যায় সেটা নিয়ে বেশ চিন্তিত। চিন্তার কোন কারণ নেই,আমি এই পোস্টের মাধ্যমে আপনাদরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ইউটিউব হিস্ট্রি ডিলিট করা যায় ।

কিভাবে ইউটিউব হিস্ট্রি ডিলিট করা যায়

প্রিয় আর্টিকেল পাঠক, আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমি এই পোস্টের মাধ্যমে কিভাবে ইউটিউব হিস্ট্রি ডিলিট করা যায় সে সম্পর্কে বেশ কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি। বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন।

কিভাবে  ইউটিউব  হিস্ট্রি ডিলট করা যায় ?

১.প্রথমে ইউটিউব সার্চ বারে  যান ।

২.এখানে সার্চ লিস্ট দেখতে  পাওয়া যাবে। তারপর প্রত্যেকটি সার্চের বাম দিকে দেখানো ঘড়ি আইকনটি এক সেকেন্ড চেপে ধরুণ ।

৩.এবার একটি নতুন উইন্ডো আসবে। সেখানে রিমুভ বাটুন এ ক্লিক করুণ। দেখবেন সাথে সাথেই ইউটিউব হিস্ট্রি মুছে যাবে। তাহলে নিশ্চই বুঝতে পারলেন কিভাবে ইউটিউব হিস্ট্রি ডিলিট করা যায়।

কিভাবে ইউটিউব সার্চ হিস্ট্রি মুছে ফেলা যায় ?

 ১. প্রথমে আপনাকে মাই একাউন্ট .গুগল.কম এই লিংকে প্রবেশ করতে হবে।

২. তারপর বিভিন্ন অপশন দেখতে পাবেন এবং সেখান  থেকে DATE AND PRIVACY অপশন  এ ক্লিক করতে হবে।

৩.এরপর তার একটু নিচে আসলে দেখতে পাবেন MY GOOGLE  ACTIVITY এই লেখার ভিতর আপনাকে ক্লিক করতে হবে।

৪.এখানে ক্লিক করার পর আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। তারপাশে ডানদিকে দেখতে পাবেন ডিলিট অপশনটি।

৫.এবার আপনাকে ডিলিট এ ক্লিক করতে হবে এবং ডিলিট এ ক্লিক করার পর বিভিন্ন অপশন দেখতে পাবেন ।সেখান থেকে আপনি LAST HOUR,LAST DAY AND ALL TIME ডিলিট করতে পারবেন।

৬.এবার আপনি যদি ALL TIME এর জন্য সব কিছু ডিলিট করতে চান তাহলে ALL TIME এ ক্লিক করবেন।

৭.এবার আপনাকে একটি ওয়ার্নিং দিবে যে, আপনি কি আসলেই ডিলিট করতে চান ? এবার ডিলিট করতে চাইলে আপনাকে অবশ্যই YES বাটুন এ চাপ দিতে হবে । আর এভাবেই আপনি  ল্যাপটপে ইউটিউব হিস্ট্রি মুছে ফেলতে পারবেন।

অ্যান্ড্রয়েডে ইউটিউবের হিস্ট্রি কোথায় পাওয়া যায় ?

প্রথমে ওয়েবসাইটে উপরের বাম দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং তারপর ইউটিউব হিস্ট্রিতে ক্লিক করতে হবে। এবার আপনার দেখা সমস্ত ভিডিওর একটি প্রর্যায় ক্রমিক তালিকা দেখতে পাবেন।এরপর আপনি নিদিষ্ট  ভিডিওর নাম বা কীওয়ার্ড অনুসন্ধান করতে ডানদিকে অনুসন্ধান দেখার হিস্ট্রি ক্ষেত্রটি ব্যবহার করতে পারেন। এভাবে আপনি অ্যান্ডয়েডে ইউটিউব হিস্ট্রি দেখতে পাবেন।

আমি কিভাবে আমার ইউটিউব হিস্ট্রি অনুসন্ধান করতে পারি ?

আমার অ্যাক্টিভিটি পৃষ্ঠা থেকে আমি আমার ইউটিউব সার্চ হিস্ট্রি খুঁজে পেতে পারি ।কোন নিদিষ্ট ভিডিও খুঁজে পেতে ইউটিউব এ আমার সার্চ হিস্ট্রিতে সার্চ করতে হবে। আমাকে  মনে রাখতে হবে যে ,ইউটিউবে আমি এ পর্যন্ত  যা কিছু দেখেছি তা আবার দেখতে আমার অ্যাক্টিভিটি পৃষ্ঠায় যেতে হবে  ।

ইউটিউব এবং গুগলের সার্চ হিস্ট্রি কেন ডিলিট করবেন  ?

আমরা অনেকেই ইউটিউব এবং গুগলে অনেক কিছুই সার্চ করে থাকি। এ গুলো দেখার পরে আমাদের  সবারই ডিলিট করা উচিৎ। কেননা আমার প্রয়োজন শেষে আমার মোবাইল বা কম্পিউটার অন্য কেউ ওপেন  করবে তখন সে খুব সহজেই আমার সার্চ করা বিষয় সম্পর্কে জানতে পারবে। তাই  আমাদের সকলেরই ইউটিউব এবং গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করা উচিৎ।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন ?

ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্ব প্রথম আপনাকে ইউটিউব এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আগে থেকেই জিমেইল অ্যাকাউন্ট লগইন করা থাকলে সরাসরি ইউটিউবের লগইন করতে পারেন।লগইন করা না থাকলে ওয়েবসাটের সাইন ইন অপশনে প্রবেশ করে জিমেইলের আইডি পাস ওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

লগইন করার পর ড্যাস বোর্ডের ডান পাশে প্রোফাইল আইকন এ ক্লিক করতে হবে। এর পর সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এর পর নতুন একটা পেজ পাবেন,যেখানে Your channel অপশন দেখা যাবে এবং Creat a channel এ ক্লিক করতে হবে। অতপর Creat your channel name অপশন আসবে। সেখানে আপনার নাম দিতে হবে। তারপর ক্লিক করলেই আপনার ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে।

ইউটিউব চ্যানেল জনপ্রিয় করার কয়েকটি কৌশল ?

১। নিজের দক্ষতা বাড়াতে হবেঃ যে কোন বিষয়ে সফলতার ক্ষেত্রে দক্ষতার কোন বিকল্প নেই।আপনি যে বিষয়ে সবচেয়  বেশি  অভিজ্ঞ সেই বিষয় নিয়ে মনে প্রাণে কাজ শুরু করুন। দেখবেন সাফল্য একদিন আপনার হাতের মুঠোয় ধরা দিবে।

২। আকর্ষণীয় টাইটেল ব্যবহার করতে হবেঃ ইউটিউব ভিডিওতে টাইটেল বা শিরোনাম খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। টাইটেলে অবশ্যই চমক থাকতে হবে। দর্শক যা খুঁজছে ,তার যথার্থ উত্তর শিরোনামে থাকতে হবে। দর্শক এই ভিডিওতে যা যা শিখবে বা দেখবে তা ভিডিওর শিরোনামে অবশ্যই জানাতে হবে। 

৩ । আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করতে হবেঃ ইউটিউব চ্যানেলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেল।দর্শক যখন ইউটিউবে কোন কিছু সার্চ করে তখন সর্ব প্রথম থাম্বনেল দেখায়। তাই আকষর্ণীয় থাম্বনেল ব্যবহার করতে হবে  । এ ক্ষেত্রে ফটোশপের সাহায্য নেয়া যেতে পারে।

৪ । সঠিক কি ওয়ার্ড নির্বাচন করতে হবেঃ আকর্ষণীয় টাইটেল ও নজরকড়া থাম্বনেল ব্যবহারের পর সঠিক কি ওয়ার্ড নির্বাচন অত্যন্ত জরুরী ।যে কোন ভিডিও খুঁজে বের করতে ইউটিউব এর ও সার্চ ইঞ্জিন আছে।এখানে প্রতিযোগিতার পরিমাণ ও অনেক বেশী। তাই নিজের চ্যানেলকে এগিয়ে রাখতে শিরোনামে বেশী খোঁজ করা শব্দ বা কি ওয়ার্ড ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে কি ওয়ার্ড টুল সাহায্য নেয়া যেতে পারে।  

৫ । ভিডিওতে লাইক কমেন্টস বাড়াতে হবেঃ ইউটিউব ভিডিওতে লাইক কমেন্ট বাড়ানোর  প্রধান অবলম্বন হচ্ছে দর্শক। তাই দর্শক বাড়ানোর চেষ্টা করতে হবে। তাছাড়া দর্শকদের কাছে জানতে চান তারা কোন বিষয়ে ভিডিও দেখতে চায়। সেই বিষয়ে ভিডিও বানাতে হবে । তাহলে আপনার চ্যানেল দিনে দিনে জন প্রিয় হয়ে উঠবে।

৬। ভিডিও প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে হবেঃ ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করার ক্ষেত্রে ধারাবাহিকতার কোন বিকল্প নেই। প্রকাশ করা ভিডিওর দর্শক কোন শ্রেণীর মানুষ, কোন দেশ থেকে বেশী মানুষ দেখতে পারেন, সেটা মাথায় রেখে ভিডিও প্রকাশ করতে হবে। সে ক্ষেত্রে প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করলে আপনার ধারাবাহিকতা বজায় থাকবে।   

৭। আকর্ষণীয় কনটেন্ট লিখতে হবেঃ ইউটিউব ভিডিওতে আকর্ষণীয় কনটেন্ট এর কোন বিকল্প নেই। আপনি যে ভিডিও তৈরী করেন তার কনটেন্টই আসল। আপনার ভিডিওর কনটেন্ট ভালো না হলে কেউ দেখবে না  ।  কনটেন্ট দর্শকদের সামনে ভালো ভাবে তুলে ধরাটাই আসল। যে বিষয় নিয়ে ভিডিও তৈরী করছেন তাতে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করুন।

৮। ট্রেন্ডি ট্রপিকের উপর ভিডিও তৈরী করতে হবেঃ নিজের চ্যানেলটিকে অত্যন্ত জনপ্রিয় করার জন্য গুগোল টেন্ডের সাহায্য নিতে পারেন। গুগোল ট্রেন্ডের মাধ্যমে  জনপ্রিয় বিষয়গুলো সম্পর্কে আপনি সহজেই জানতে পারবেন। এছাড়াও যে ট্রপিক বেশী জনপ্রিয় সেটা জানার পর ভিডিও তৈরী করে সহজেই দর্শক মনকে আকৃষ্ট পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪