পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর সম্পর্কে বিস্তারিত জানুন
প্রিয় পাঠক,আপনারা পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর কখন, কিভাবে দেখতে যাবেন সেটা নিয়ে বেশ চিন্তিত।অপরুপ রুপ বৈচিত্রে ভরপুর ভূ-স্বর্গ কাশ্মীর। চিন্তার কোন কারন নেই, আমি এই পোস্টের মাধ্যমে আপনাদরকে দেখানোর চেষ্টা করব কখন, কিভাবে আপনরা পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর দেখতে যাবেন।
পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীরের ইতিহাস ঃ
কাশ্মীর শব্দটি চোখে পড়লেই হৃদয়ের কোণে ভেসে আসবে এক অপরুপ রুপ সৌন্দর্যের মনোরম দৃশ্য ।যা প্রকৃতি প্রেমিককে মুগ্ধ করবে অনায়াসেই। পর্বতের গায়ে পতিত সূর্যের আলো, ভাসমান মেঘমালা, সীমাহীন নীল আকাশ এবং সবুজের বিস্তর সমারোহ আপনাকে বিমোহিত করবেই। পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর বৃহত্তর ভারতীয় উপমহাদেশ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের ইতিহাসের সঙ্গে পারস্পারিক ভাবে যুক্ত। ঐতিহাসিকভাবে কাশ্মীরকে 'কাশ্মীর উপত্যকা' হিসাবে অভিহিত করা হয়েছে।
১৯৪৭ সালে ভারত বিভাগের সময় কাশ্মীর অঞ্চলটি একটি বিবাদমান এলাকা হিসাবে চিহ্নিত হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর অঞ্চল দুই ভাগে বিভক্ত হয়েছিল উপজাতীয় যোদ্ধাদের এক বিরাট অভিযান এবং কিছুকাল পরের সামরিক অভিযান ও রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে। বর্তমান সময়ে এলাকাটি ভারত,পকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত।
ভূ-স্বর্গ কথার অর্থ কি ?
ভূ-স্বর্গ কথাটির অর্থ পৃথিবীর স্বর্গ ।
কাশ্মীর কোথায় অবস্থিত ?
বর্তমানে কাশ্মীর বলতে একটি বিরাট এলাকাকে বুঝায়। পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি বিবাদমান অঞ্চল। এতে ভারতীয় অংশে জম্মু ও কাশ্মীর,পাকিস্তান অংশে গিলগিট বালতিস্তান ও আজাদ কাশ্মীর এবং চীনের অংশে আকসাই চীন ও ট্রান্স কারাকোরাম অঞ্চল অবস্থিত । যা মূলত ভারত, পাকিস্তান ও চীন দেশে অবস্থিত।
কাশ্মীর কিসের জন্য বিখ্যাত ?
কাশ্মীরকে প্রকৃতির বা পৃথিবীর ভূস্বর্গ বলা হয়ে থাকে। অনেকই আবার প্রেমপর্যটন বা রোমান্সের শহর ও বলে থাকেন। মাইলের পর মাইল টিউলিপ ফুলের বাগান আর ডাল লেকের নৌকা ভ্রমণ আপনার মনের মাঝে এনে দিবে এক রোমাঞ্চকর অনুভূতি, যা সত্যিই অবিশ্বাস্য। পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর কিসের জন্য বিখ্যাত তা অল্প কথায় লেখা সম্ভব নয়। তার পরেও বলতে হয় কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য ,সাংস্কৃতিক ঐতিহ্য ,দর্শনীয় স্থান ,ঐতিহাসিক গৌরব এবং বিভিন্ন প্রকার খাবারের জন্য বিখ্যাত।
কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থানগুলো হলোঃ
১ ) দাল লেক ঃ দাল লেক কাশ্মীরের একটি অনন্য সুন্দর জায়গা এবং মানসিক প্রশান্তির একটি স্থান। দাল লেকের প্রাকৃতিক সোন্দর্য আর বিরামহীন জলপ্রপাত প্রকৃতির এ যেন এক অপূর্ব মিলন। দাল লেকের উপর দাঁড়িয়ে থাকা সারি সারি নৌকার দৃশ্য লেকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
২ ) পালাহগাম ঃপালাহগাম কাশ্মীরের একটি মনমাতানো প্রাকৃতিক উদ্যান। পালাহগাম শীতকালে জনপ্রিয় স্কি কেন্দ্র হিসাবে পরিচিত।
৩ ) গুলমর্গ ঃগলমর্গ পর্যটকদের জন্য একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি ভারতের সবচেয়ে বড় এবং বিখ্যাত স্কি রিসোর্ট।
৪ ) সোনমারগ ঃসোনমারগ একটি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যপূ্র্ণ স্থান। যেখানে রয়েছে পর্বতমালা আর জলপ্রপাতের অপূর্ব মিলন।
খাবার ঃকাশ্মীরের খাবার বিশ্ববিখ্যাত এবং স্বাদে গন্ধে অপূ্র্ব। কাশ্মীরের খাবারগুলির মধ্যে অন্যতম হলো রোগঞ্জশ, যাখন ফুল, দিমরু , ফিরন , নাদুর চুরমা, তেহরি ,সুফতা এবং শীর চা ইত্যাদি।
কেন কাশ্মীর ভ্রমণ করবেন ?
দিগন্ত জোড়া উঁচু উচুঁ সারি সারি পাহাড়ের বুকে শুভ্র সাদা বরফের খেলা কাশ্মীর উপত্যকাকে করে তুলেছে পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীর পৃথিবীর মধ্যে অসম্ভব এক সুন্দর জায়গা। সারা বিশ্বের মানুষ এই ভূস্বর্গে ছুটে আসে জল,টিউলিপ, তৃণভূমি, জলপ্রপাত আর উঁচু পর্বতমালার সাক্ষী হতে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীরের এক অসম্ভব আকর্ষণ শক্তি আছে , যা প্রকৃতি প্রেমিকদের মনকে আকৃষ্ট করে।
যদি আপনি প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কাশ্মীর আপনার জন্য উপযুক্ত স্থান ।পৃথিবীর ভূস্বর্গ কশ্মীরের সৌন্দর্য বর্ণনাতীত। নিজ চোখে না দেখলে তা বিশ্বাসই করা যায় না। ঋতু বৈচিত্রের কারণে এক এক মৌসুমে কাশ্মীরকে এক এক রকম দেখা যায়। প্রকৃতি প্রেমিক মানুষকে কাশ্মীর সব সময় যেন হাতছানি দিয়ে ডাকছে। তাই সময় পেলেই সকলে কাশ্মীর ভ্রমণ করবেন।
কোন মুঘল সম্রাট কাশ্মীরকে পৃথিবীর ভূ-স্বর্গ বলেছিলেন ?
মুঘল সম্রাট হুমায়ন কাশ্মীরকে পৃথিবীর ভূ-স্বর্গ বলেছিলেন।
কাশ্মীরকে পৃথিবীর ভূ-স্বর্গ বলা হয় কেন ?
এক কথায় বলতে গেলে অপরুপ সৌন্দর্যের জন্য কাশ্মীরকে পৃথিবীর ভূ-স্বর্গ বলা হয়।
কাশ্মীরের ভাষা কি ?
ভারতে ২২টি ভাষা প্রচলিত আছে। কাশ্মীরের ভাষা কাশ্মীরী। কাশ্মীরী ভাষা ভারতে প্রচলিত অন্যান্য ভাষার মতো একটি ভাষা।
কাশ্মীর কি ব্রিটিশ ভারতের অংশ ছিল ?
১৮৫৭ সালে ভারতে সিপাহী বিদ্রোহের পর কাশ্মীর ব্রিটিশ ভারতের শাসনাধীনে আসে। তারই ধারাবাহিকতায় ১৯৪৭ সালের আগ পর্যন্ত কাশ্মীরে ব্রিটিশ শাসন প্রচলিত ছিল।
পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীরের সৌন্দর্য দেখলে অবাক হবেন ?
পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর বা দুনিয়ার বেহেশত। আহ! কি অপরুপ রুপে সাজিয়েছেন এ প্রকৃতি। এ যেন প্রভুর নিজ হাতে গড়া সুন্দর, মনমাতানো, প্রাণ জুড়ানো,নয়ন জুড়ানো ,ভূবন ভুলানো দৃশ্য। কাশ্মীর মন ভুলানোর জন্য নামটাই যথেষ্ট। নীল আকাশ,সাদা মেঘের ভেলা,বরফে আবৃত বিশাল পর্বত শ্রেণী সবুজে আচ্ছাদিত বনভূমি, নীলচে রংয়ের হ্রদ,আঁকা বাঁকা পাহাড়ী পথ এগুলো দিয়ে ধরাধামের এই স্বর্গটির বর্ণনা দেওয়া প্রায় অসম্ভব।
যারা যাননি তারা জীবনে একবার হলেও প্রকৃতির এ অপূর্ব সৃষ্টি নিজ চোখে দেখে আসবেন। আর না দেখলে সারা জীবন খুব মিস করবেন। কাশ্মীর সবুজ উপত্যকা, ঝকঝকে হ্রদ, মন্দির, পর্বত, এবং দর্শনীয় মোঘল আমলের উদ্যান দ্বারা বেষ্টিত। তাই সহসাই বলা যায় পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url